আপনি যে কলকাতায় এসেছেন তীর্থক্ষেত্র নিয়ে
আমি তা জানতাম না, প্রভু,
আমি তো সকাল সন্ধ্যা কর্মে ও বিরামে নিমজ্জিত
জীবিকা নির্বাহ করি।
আমি তো দুরন্তপনা ভুলে গেছি, ভুলেছি শৈশব
আত্ম-পরম্পরা জলে ভাসিয়েছি
‘কৃতকর্ম, কৃতকর্ম সব’ — ব’লে পুণ্য মাধুকরী
আমার অযোগ্য পাত্রে অহেতুক দিয়েছেন ভ’রে
এখন এই এতোদিন পরে
আমি সে ভিক্ষার পাত্রে জল দিই
উনুনে বসাই
কৃতকর্ম, হৃতধর্ম মিশে গিয়ে সিদ্ধ হ’য়ে এলে
অপূর্ব ভোজন হবে, শান্তি হবে গভীর অসুখে —
আমি সে ভোগের অন্ন দু-পিণ্ড পাকিয়ে
মৃত বান্ধবের মুখে তুলে দেবো, তুলে দেবো কলকাতার মুখে।