দেবমাল্য বন্দ্যোপাধ্যায়ের দু'টি কবিতা

Soumik Mahanti, 16MS

27/09/2019

একটি একগুঁয়ে ও অশিক্ষিত ছড়া

কাটছে দিন, নিরুত্তর
আনমনে, অবান্তর
এই খেলার শেষ কোথায়
আকাশ নীল, মেঘ কোথায়

বর্ষারোদ, একফালি
বাইরে নাচে তিন শালিখ
ভিতরঘর, অন্ধকার
আগলহীন রুদ্ধদ্বার

দোর খোলা, কোনটা পথ
আমার নেই ঐরাবত
যাবো না আজ, বালিশে শুই
কোন সে দেশ, বিজন ভুঁই

আয়রে ঘুম, হরবোলা
স্বপ্নঘোর, মন ভোলা
রাংতা মোড়া, পিচকিরি
আলোউজল বিককিরি

বৃষ্টি হয়, পোড়ায় গা
দৌড়ে ফিরি, ভিজবো না
পর্দাঘেরা ঘর রঙিন
ভিজতে যাবো অন্যদিন

আসবে ডাক, কান পাতি
কিনবো তবে বর্ষাতি
আসুক বৃষ্টি, আসুক না
ভিজবো তবু ভিজবো না