(১)
অনেক অপচয় হলো, শুধু যাবার অনুমতি দাও
এই একলা ঘর, মোহকুঞ্জ, বিপন্নতা ভাল্লাগে না
দ্বিধাহীন দূরে থাকা, কিছুতেই কিছু নেই, আর
নির্বাণ অখণ্ড স্বর্গ, তাই যৌনতা দিতে পারবেনা
অপেক্ষা আগেও ছিল, বিনিময় স্বীকার করিনি
প্রণয় মুখোশে ঢেকে এই সাহচর্য সাজিয়ে রাখা
বিড়ম্বনা, মুক্তি নেই , বিন্দুমাত্র শান্তি নেই, তাই
যাবার অধিকার দাও, এখানে ইচ্ছে নেই থাকার...
(২)
পালকে বিষাদ এঁকে পাঠিয়েছি হাওয়া
যতখানি কাছে ছিলে, ততটাই দূর
প্রণয়ের পরিণতি - ধুলো পড়ে যাওয়া
আমিও ভুলেছি নাম পুরনো বন্ধুর ...
(৩)
সতর্কতা পেরিয়ে এক রাতে
ট্রাফিক ছুঁয়ে বুঝেছি দুঃসহ,
খালি পায়ে হেঁটেছি ফুটপাথে
বান্ধবীরাও ছেড়ে গেছে শহর;
দ্বীপের জীবন কাটুক তবে ঘুমে -
যেমনটা হয় জলের মরশুমে ...
(৪)
অস্ত্র এবার ঘাসের উপর শুলো
এখন কি আর আঙ্গুল ছুঁতে পারি
বৃষ্টি এসে নখের দাগ ছুঁলো
চোখ ছুঁয়ে যায় আদুরে গ্লিসারিন
মুখ দেখেছি দেয়ালে দেয়ালে
যেসব গলির নাম জানা নেই কারো
কথার সুবাস রেখেছো খেয়ালে
সেসব কথার সত্যি হওয়া বারণ...
(৫)
অন্ধকারে আসে তোমার চিঠি -
খামের ভিতর হাজার সংশয়,
আর ভাবি না, স্নায়ু এখন শিথিল
সব গল্পই এখানে শেষ হয়;
প্রশ্ন ছিল, বিফল তর্জমা
এখন বুঝি গদ্য ভালবাসো...
অন্ধকারেই চিঠি আসে তোমার -
চিঠির গায়ে শীতল নির্বাসন।।