শুভ্রাংশু বিশ্বাসের কবিতা

Shubhrangshu Biswas, 17MS

25/09/2019

চলার পথে

এখানে এখনও কালবদল হয়।
নতমস্তক থেকে সোজা হওয়া সূর্য, ফুলের আবার ফেরা-
আদি, স্নিগ্ধ বার্তা সমানভাবে ছড়িয়ে পড়ে।
জাহ্নবী, তুমি যেখান থেকেই আসো না কেন,
থমকে যেয়ো না-- তুমি যে যোগরক্ষক,
তোমার জন্য গল্প শেষ হয় না, সব চরিত্ররা
বেঁচে থাকে, মুগ্ধ হয় নব বিস্ময়ে।
রেলিং এর ফাঁক দিয়ে হোক বা দূরের প্রান্তরে গিয়ে--
কাল, তুমি ফিরে এস নব রূপে, থাকবো অপেক্ষায়।
জাহ্নবীর প্রেমে, তোমার রূপেই নাহয় কাটবে একঘেঁয়েমি,
নিঃসঙ্গতা বাদেও সঙ্গী থাকা মন্দ কী!