শুভদীপ রায়ের কবিতা

Shubhadip Roy, 15MS

25/09/2019

প্রিয়তমার জন্য ধানক্ষেত

দেবীর আকালবোধনে
কাশফুলেরা প্রাণ ফিরে পায়,
আর আমার নিয়মবাধা অবসর পায়-
দুতিনটে শিউলিফুলের সাথে সই পাতানোর ফুরসৎ।
রাশি রাশি মেঘ যতক্ষণে পাহাড় পেরিয়ে
নীলকন্ঠ পাখির দেশে পৌঁছে গেছে,
আমি তখন তোমার কথা ভাবতে বসি।
এ দেশ তোমার মতো প্রাণবন্ত নয়,
কাঁটাতারে ক্ষত বিক্ষত প্রতি মুহূর্ত পালিয়ে চলেছে..….

উঠোনের সামনে খালি ধানসিঁড়িতে যারা বসে আছে,
তাদের আমি চিনি না,
কিন্তু তারা কেউ তোমার মতো করে হাসতে জানে না,
তাদের কাছে খবর পেলাম,
আলপথের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে
সেসব হিসেব মিলিয়ে নিয়ে....

প্রিয়তমা, মনে আছে তোমায় আমি সেবার একমুঠো ভালোবাসা পাঠিয়েছিলাম,
দক্ষিণের আকাশে ভেজা রাজহংসের পাখায়,
পাতাঝরার মরসুম শেষ হলে মনে আছে,
তুমি এক বসন্ত ভালোবাসা পাঠালে,
মুঠো ভর্তি করার পরেও যতটা বাঁচলো,
তা দিয়ে আমার গোটা জীবন ভরে নেব।
তাই আমি ঠিক করেছি,
প্রিয়তমা, তোমার জন্য এবার-
একটা ধানক্ষেত পাঠাব।
আকাশে মুঠো মুঠো ক্ষিদে....
তোমার প্রেম আমি কাউকে দিই নি
ওটুকু আমারই থাক, একান্ত আমার।</pre>